Uncategorized

চলো যাই রাসূলের (স.) বাড়ি

।। চলো যাই রাসূলের(স.) বাড়ি ।।

অধিকাংশ মানুষ আজ আল্লাহর রাসূল তরীকার অনুসরণ ও তাঁর সীরাত-আদর্শ হতে উদাসীন। তারা তা নিজেদের জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করে না, না তা তাদের নির্দেশিকা হিসেবে বিবেচনা করে। অতএব, সেসব লোককে তাঁর সীরাতের নিকটতম করার ও তাদের জীবনের ক্ষেত্রসমূহে তা ধারণ করবে এ আশায় অতি সহজ ও সরলভাবে কয়েক পৃষ্ঠায় রাসুলের সংক্ষিপ্ত বর্ণনা পেশ করা হয়েছে। যা তাঁর সকল দিকগুলির জন্য অবশ্যই যথেষ্ট নয়। বরং তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, বৈশিষ্ট্য ও জীবন-চরিতের এক ঝলক বা কিছু ধারণা মাত্র। সুতরাং এগুলিই তাঁর সবকিছু নয় বরং  মানুষের জীবনে যা অতি জরুরী অথচ তা তাদের মধ্যে অবর্তমান এরূপ কিছু বিষয় অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক চরিত্র বা গুণাবলীর ক্ষেত্রে দুটি বা তিনটি হাদিস বর্ণনা করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ-তো এক পরিপূর্ণ উম্মতের জীবনাদর্শ। দাওয়াতি জীবন, আদর্শ প্রতিষ্ঠার জীবন। আর তিনি তো হলেন যাবতীয় সৎকর্ম, ইবাদতসমূহ, উত্তম চরিত্র, শ্রেষ্ঠতম লেন-দেন, আচার- আচরণ ও শ্রেষ্ঠতম মর্যাদার অনুকরণীয় ইমাম। তাঁর ক্ষেত্রে তো স্বয়ং আল্লাহ তা’আলার প্রশংসাই যথেষ্ট—

বই- চলো যাই রাসূলের(স.) বাড়ি

লেখক- মুফতী সাঈদ হাসান সাদ নদভী

মুদ্রিত মূল্য- ২০০৳

ছাড় মূল্য- ১০০৳

পৃষ্ঠা সংখ্যা- ১১২

প্রথম প্রকাশ- জানুয়ারী ২০২৩

ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি।

ঢাকার বাহিরে আগে পেমেন্ট করতে হবে।

বই পেতে কল করুন-📞 ০১৯১১০০৬৮০৬ (বিকাশ)

অথবা মেসেজ করুন আমাদের পেইজের ইনবক্সে

চলো-যাই-রাসূলের-বাড়ি-঳

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *